সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বড়খালের হালচাল’ নামক একটি ভুয়া আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান।
তিনি অভিযোগ করে বলেন, অপপ্রচারগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আইনি সহায়তার মাধ্যমে ভুয়া আইডিটির পরিচয় শনাক্ত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
মুস্তাফিজুর রহমান জানান, তিনি বিএনপির রাজনীতিতে তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছেন এবং দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে রাজনীতি করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানার ৮১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নবগঠিত দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি অভিযোগ করেন, তার রাজনৈতিক অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে বড়খাল এলাকার বাসিন্দা ও চিকাজানি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুজ্জামান শাকিল ‘বড়খালের হালচাল’ নামক ফেইক ফেসবুক আইডি পরিচালনা করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
মুস্তাফিজুর রহমান আরও দাবি করেন, আওয়ামী লীগ শাসনামলে শামছুজ্জামান শাকিল তাকে এবং বড়খাল এলাকার একাধিক বিএনপি নেতা-কর্মীকে পুলিশে ধরিয়ে দিয়েছেন। শাকিল তার সহোদর বড় ভাই এসআই স্যাকলাইনের প্রভাব খাটিয়ে এলাকায় দাপট দেখাতেন বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে শামছুজ্জামান শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য না করে পাল্টা প্রশ্ন করেন বলে দাবি করেন মুস্তাফিজুর রহমান।
অপপ্রচারের ঘটনায় তিনি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি আরও বলেন, এই অপপ্রচারের সঙ্গে শামছুজ্জামান শাকিল ছাড়াও আরও কয়েকজন জড়িত রয়েছে, যাদের পরিচয় তদন্তের স্বার্থে আপাতত গোপন রাখা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ