এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধি

পটিয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহ সভাপতি সৈয়দ নুরুল আবছার বলেছেন কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ। এ দেশ কৃষি নির্ভর দেশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজকাল ফসল উৎপাদনের সকল তথ্য নিমিষেই হাতের মুটোয় পাওয়া যাচ্ছে। এরই নাম বাংলাদেশ তাই এসব তথ্য সাধারণ কৃষকদের মাঝে পৌঁছে দিয়ে কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি গত ২৮ ই অক্টোবর পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ কৃষক লীগ পটিয়া উপজেলার এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ জেলা কৃষকলীগ সদস্য মোহাম্মদ ইউনুস চৌধুরী এর সভাপতিত্বে ও সংগঠক আলমগীর আলম এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা আবদুস সালাম,সৈয়দ মিয়া হাসান, সোহাগ উদ্দিন,গিয়াস উদ্দিন,রেজাউল করিম পারভেজ,সৈয়দ মহিউদ্দিন সাগর,ইব্রাহিম রানা,জাহাঙ্গীর আলম,আওরঙ্গজেব টিটু,এস টি মানিক,অমল দে,সেকান্দর বাদশা,মোহাম্মদ রফিক খান প্রমুখ।

পোস্টটি শেয়ার করুনঃ