​ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৬:
উপমহাদেশের মুসলমানদের শিক্ষা, রাজনীতি ও সামাজিক অধিকার আদায়ের মহানায়ক, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহর ১১১তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ মুসলিম ছাত্র ফেডারেশন। আজ শুক্রবার সকালে সংগঠনের কেন্দ্রীয় আহবায় খান আসাদ সদস্য সচিব মোঃ খায়রুল ইসলাম ও মোঃ জামিরুল ইসলাম, মোহাম্মদ মোখলেছুর রহমান, ফাহাদ উসমান, মুসা বিন আলভী, মুসতারী হক প্রমুখ এর
​বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নবাব সলিমুল্লাহ কেবল একজন জমিদার বা শাসক ছিলেন না, তিনি ছিলেন এই অঞ্চলের বঞ্চিত মানুষের আলোকবর্তিকা। বিংশ শতাব্দীর শুরুতে যখন মুসলমানদের অস্তিত্ব সংকটের মুখে ছিল, তখন তিনি নিজের জীবন ও সম্পদ উৎসর্গ করে মুসলিম উম্মাহকে একটি সুসংগঠিত রাজনৈতিক প্লাটফর্ম উপহার দিয়েছিলেন। তাঁর হাত ধরেই ১৯০৬ সালে গঠিত ‘নিখিল ভারত মুসলিম লীগ’ পরবর্তীতে উপমহাদেশের মুসলমানদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড অর্জনের পথ সুগম করেছিল।
​নেতৃবৃন্দ আরও বলেন, আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব সলিমুল্লাহর মহান ত্যাগের ফসল। নিজের জমি ও অর্থ ব্যয় করে তিনি এই জনপদের মানুষের উচ্চশিক্ষার দুয়ার খুলে দিয়েছিলেন। সলিমুল্লাহ মুসলিম এতিমখানা প্রতিষ্ঠা করে তিনি মানবসেবার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ইতিহাসে বিরল।
​বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি পেশ করা হয়:
১. জাতীয় পাঠ্যপুস্তকে নবাব সলিমুল্লাহর রাজনৈতিক ও শিক্ষামূলক অবদানকে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে হবে।
২. ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাস্তার নাম এই মহান নেতার স্মৃতি রক্ষার্থে পুনর্নামকরণ করতে হবে।
৩. তাঁর মৃত্যু নিয়ে তৈরি হওয়া ঐতিহাসিক ধোঁয়াশা নিরসনে রাষ্ট্রীয় উদ্যোগে উচ্চতর গবেষণা কমিশন গঠন করতে হবে।

পোস্টটি শেয়ার করুনঃ